| শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 245 বার
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার কাজীপাড়ার বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নূর মোহাম্মদ জামাল ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)।
গত শুক্রবার ভোর ৫টায় কাজীপাড়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
গত শুক্রবার বাদ আছর কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে কাজীপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে অ্যাডভোকেট নূর মোহাম্মদ জামালের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |