| রবিবার, ২৮ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 270 বার
রোগী পরিবহনের ভান করে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পরিবহনের পথ বেছে নিয়েছিল একদল মাদক ব্যবসায়ী। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে ৬৪ কেজি গাঁজাসহ একটি অ্যাম্বুলেন্স আটক করেছে হাইওয়ে পুলিশ।
রোববার ২৮ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গাঁজাসহ অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। তবে অ্যাম্বুলেন্সের চালকসহ মাদক পাচারকারীরা পালিয়ে গেছে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর জানান, সকালে সরাইল বিশ্বরোড মোড়ে টহলরত হাইওয়ে পুলিশ সিলেট থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দেয়। এসময় অ্যাম্বুলেন্সটি সংকেত অমান্য করে ঢাকার দিকে ছুটতে থাকে। পুলিশ ধাওয়া করলে খাটিহাতার কাছে ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে চালক ও পাচারকারীরা পালিয়ে যায়। পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ প্যাকেট গাঁজা (৬৪ কেজি) উদ্ধার করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |