আখাউড়া প্রতিনিধি | শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 666 বার
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার স্পীকার রেবতী মোহন দাস বলেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমলে তারা শান্তিতে আছেন। তিনি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
“ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ” ভারত চ্যাপ্টারের ১৫ সদস্যের একটি দলকে নিয়ে তিনি চার দিনের সফলে বাংলাদেশে আসেন। চারদিনের সফরে তারা বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতেরও আশাবাদ ব্যক্ত করেন।
স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেবতী মোহন দাস আরো বলেন, ‘আসাম রাজ্যসহ ভারতের কিছু কিছু অংশে উগ্রপন্থীরা প্রায়ই অতর্কিত হামলা চালাতো। বাংলাদেশের একটি সরকার তাদেরকে প্রশ্রয় দিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খাগড়াছড়ি থেকে সিলেটের যে যে অংশে উগ্রপন্থীরা থাকত সেসব গুড়িয়ে দিয়েছে। আমরা এখন শান্তিতে আছি। বাংলাদেশের এই ঋণ অর্থের বিনিময়ে শোধ হবে না।’
তিনি আরো বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে দুই দেশের মধ্যে হৃদত্যপূর্ণ সম্পর্ক বাড়ানো। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় এবং ঘনিষ্ঠ হোক। সেজন্য আমরা চাইছি সাংস্কতিক বিনিময়। প্রয়োজনের দুইপাড়ের কবিগোষ্ঠি মিলে বই প্রকাশ করব। ঋদ্ধতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমরা এগিয়ে এসেছি।
এর আগে চেকপোস্টে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রসুল আহমেদ নিজামী, আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল ওয়াহাবসহ অনেকেই এ সময় ভারতের প্রতিনিধি দলটিকে স্বাগত জানান। পরে প্রতিনিধি দলটি সড়ক পথে ঢাকায় যান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |