প্রতিনিধি: | রবিবার, ১৭ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 408 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগে শাহীন মিয়া (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে আখাউড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মঈন উদ্দিন ইকবাল এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহীন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
আদালত সূত্র জানায়, শাহীন সকালে আখাউড়া থানার সামনে এক ছাত্রীকে যৌন হয়রানি ও বাঁশ দিয়ে তার পিঠে আঘাত করেন। এ সময় ছাত্রীটি চিৎকার দিয়ে দৌঁড়ে থানায় যায়। পরে পুলিশ শাহীনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আখাউড়ার ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ মঈন উদ্দিন ইকবাল আমাদের কে জানান, ওই যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |