(প্রেস বিজ্ঞপ্তি) | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 398 বার
গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে প্রতিবন্ধীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে অংশ নেবে ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন শারিরীক প্রতিবন্ধী দল ও গাজীপুর গেøারিয়াস দল। ম্যাচের উদ্বোধন করবেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম। ড্রীম ফর ডিসএ্যাবিলিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. হেদায়তুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহŸায়ক সৈয়দ মিজানুর রেজা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি মো. তানজিল আহম্মেদ। পরে ম্যাচ শেষে বিকেল ৩টায় ক্রিকেট ম্যাচে বিজয়ীদের মাঝে পুস্কার ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ড্রীম ফর ডিসএ্যাবিলিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. হেদায়তুল আজিজ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |