সরাইল প্রতিনিধি | সোমবার, ০৪ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 353 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক আবদুল হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গত (রোববার ০৩ নভেম্বর ২০১৯) সকাল ৭টার দিকে অফিসের সামনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা শিশুসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
তার মৃত্যুর খবরে উপজেলার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে তার প্রথম নামাজে জানাযা শেষে তার লাশ নিজ জন্মস্থান লক্ষীপুর জেলা সদরে পাঠানো হয়। সেখানে দ্বিতীয়দফা নামাজে জানাযার পর তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আবদুল হাফিজ ২০০৬ সালের ১০ ডিসেম্বর সরাইল শিক্ষা অফিসে যোগদান করেন। এক সময় তিনি উপজেলা পরিষদের সিএ’র দায়িত্বও পালন করেন। ১৩ বছর ধরে কর্মরত আছেন সরাইলে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের ১ দিনের বেতনের টাকা প্রয়াত আব্দুল হাফিজের পরিবারকে প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |