শামীম -উন -বাছির : | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 965 বার
আমার গ্রাম থেকে কিশোর-তরুণদের মিশ্রণে একটি দল এসেছিল। ওরা অনলাইন পত্রিকা করতে চায়। উদ্দেশ্য ব্রাহ্মণবাড়িয়ার অজপাড়ার ঐ গ্রামকে দেশ-বিদেশের সংগে যুক্ত করা। পত্রিকায় মূলত নিজেদের গ্রাম ছাড়াও পুরো ব্রাহ্মণবাড়িয়ার খবর থাকবে।
ওদের ভাবনা- গ্রামের যারা দেশে এবং বিদেশে চাকরিসূত্রে ছড়িয়ে আছেন, তাদের সঙ্গে এই অনলাইন পত্রিকার মাধ্যমে একটা যোগসূত্র তৈরি হবে। সেই সূত্র ধরেই গ্রামের অবকাঠামো, শিক্ষা এবং বাণিজ্যিক উন্নয়ন হবে। ওদের উৎসাহটা আমার কিশোর বেলার দেয়াল পত্রিকা বা স্মরণিকা প্রকাশের মতো।
অনলাইন পত্রিকাটি কিভাবে সাজানো যায়, তা নিয়ে কথা বলতেই ওদের আমার কাছে আসা। জানলাম গ্রামের অনেকের হাতেই এখন মাল্টিমিডিয়া মোবাইল। কম্পিউটার, ল্যাপটপ আছে বেশ কিছু বাড়িতে। কলেজ ও স্কুলে কম্পিউটার আছে। গ্রামের বাজারগুলোতে দুই-তিনটি সাইবার ক্যাফেও আছে।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। অনলাইন পত্রিকার সঙ্গেও গ্রামের তরুণ-যুবাদের পরিচয় ঘটেছে। তারা দেশ-বিদেশের খবর জানতে অনলাইন পত্রিকার ওপরই আজকাল ভরসা রাখছে বেশি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |