| শনিবার, ০১ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 739 বার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক্টর চাপায় সাইফুল ইসলাম-(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ঘাটকুল গ্রামে। নিহত সাইফুল ঘাটকুল গ্রামের দানু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১১টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল শিশু সাইফুল। এসময় বালু বোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক্টর শিশু সাইফুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পরই ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |