প্রতিনিধি | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 936 বার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে ডাকাতদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে মেঘনা নদীর আশুগঞ্জ সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সাদ্দাম মিয়া ও মোঃ নূরুল আমিন।
পুলিশ জানায়, নৌপথে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সার কারখানার পাশের এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশের উপর হামলা করে। এতে পুলিশ কনস্টেবল মোঃ ইব্রাহিম মিয়া ও নায়েক মোঃ খবির উদ্দিন নামে দু’জন আহত হন। তাদেরকে ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় পুলিশ দেশীয় অস্ত্রসহ মোঃ সাদ্দাম মিয়া ও মোঃ নূরুল আমিন নামে দুই ডাকাতকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও ডাকাতি প্রস্তুতির অভিযোগে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে গেলে হামলা শিকার হয়। গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আজ বুধবার আাদলতে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |