ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 775 বার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক গ্রামের সায়েদুল মার্কেটের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে অনেকেই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। তবে কেউ তার নাম-পরিচয় জানেন না।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, সোমবার দুপুরে বায়েক গ্রামের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি বলেন, তার পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |