প্রতিনিধি | শনিবার, ২৫ জুন ২০১৬ | পড়া হয়েছে 901 বার
শিগগিরই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চারলেন সড়ক প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
গত শুক্রবার ২৪ জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেলসেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
ভারতীয় হাই কমিশনার বলেন, ইতোমধ্যে আশুগঞ্জ-আখাউড়া চারলেন সড়কের সমীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এছাড়া আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজও সহসাই শুরু হবে।
তিনি আরও বলেন, মেঘনা নদীর উপর নির্মিতব্য দ্বিতীয় ভৈরব রেলসেতুটি চলতি বছরের ডিসেম্বর মাসেই চালু করা সম্ভব হবে। আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের জমি অধিগ্রহণ কাজও শেষ পর্যায়ে। জমি অধিগ্রহণ শেষ হলে নির্মাণ কাজ শুরু করা হবে।
এ প্রকল্পগুলো চালু হলে ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যোগ করেন হর্ষ বর্ধন শ্রিংলা।
পরিদর্শনের সময় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুমিত জেরাঠ, যুগ্ম-সচিব (প্রকল্প) অজিৎ গুপ্তা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সুব্রত রায় মিত্রসহ দু-দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের রাষ্ট্রীয় ঋণের আওতায় প্রায় ৫৬৭ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৯৮২ দশমিক ২ মিটার দীর্ঘ দেশের দ্বিতীয় বৃহত্তম রেলসেতু নির্মাণ হচ্ছে আশুগঞ্জে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন-এফকনস জেভি ২০১৩ সালের ২৫ ডিসেম্বর সেতুটি নির্মাণে কাজ শুরু করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |