প্রতিনিধি আশুগঞ্জ ; | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 824 বার
আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩৫৩ বোতল ফেনসিডিলসহ একটি গাড়ি আটক করা হয়েছে। আশুগঞ্জ থানার পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গত সোমবার সকাল ১১টায় আশুগঞ্জ টোলপ্লাজায় বেশ কয়েকটি গাড়ি তল্লাশি করে। এতে একটি প্রাইভেটকার দূর থেকে পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারটিকে আটক করতে চাইলে গাড়ি চালক টোলপ্লাজা চেক পোষ্ট ভেঙ্গে গাড়ি রেখে পালিয়ে যায়। এ সময় গাড়িটিকে আটক করে পুলিশ তল্লাশি করে বনেট থেকে বিশেষ কায়দায় বস্তায় মুড়ানো ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
আশুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা যায়নি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |