প্রতিনিধি | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 938 বার
যান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানার সিঙ্গেস কমপ্রেসারের ব্রয়লারে ত্রæটির কারনে গত মঙ্গলবার সকালে এর উৎপাদন বন্ধ হয়। এতে প্রতিদিন ১কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।
কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বলেন, কারখানার সিঙ্গেস কমপ্রেসারের ব্রয়লারে ত্রæটির কারনে গতকাল মঙ্গলবার সকালে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনি বলেন, উৎপাদন বন্ধের পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। তবে মেরামত শেষে কারখানা উৎপাদনে আসতে এক সপ্তাহ সময় লাগবে।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক জতিশ চন্দ্র রায় বলেন, কারখানার উৎপাদন বন্ধ হলেও কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় সার সংকটের কোন সম্ভাবনা নেই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |