| বুধবার, ২৪ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 822 বার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও টেকনিক্যাল এলাকার বাসের টিকিট কাউন্টারগুলোতে ঘরমুখী মানুষের টিকিট কাটতে ভিড় লক্ষ করা গেছে। এর মধ্যে লম্বা লাইন পড়ে গেছে কাউন্টারগুলোতে। কাউন্টার কর্মীরা বলছেন এবার ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা বেশি। এসআর ট্রাভেলসের সহকারী মহাব্যবস্থাপক প্লাবন রহমান গণমাধ্যমকে বলেন, অনেকে ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অফিস করে ওই দিনই বাড়ির উদ্দেশে রওনা হবেন। ওই দিন যাঁরা টিকিট পাবেন না, তাঁরা পরদিন ৯ সেপ্টেম্বরের টিকিট কাটবেন। বাসের অগ্রিম টিকিট নিয়ে মালিক সমিতির মধ্যে কিছুটা মতবিরোধ ছিল। তাদের একাংশ ২৬ আগস্ট থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়। আরেক অংশ এর বিরোধিতা করে। পরে ২৩ আগস্ট থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |