ডেস্ক ২৪ | সোমবার, ০৪ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 1132 বার
পদক্ষেপ নিচ্ছে, যাতে এসব সন্ত্রাসী বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। এতে বলা হয়, আগরতলায় গতকাল এ বছরের পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন মানিক সরকার। এখানে তিনি আরও বলেন, সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতির সুবিধা নিচ্ছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা। আমরা এটা বলতে পারি না যে, আমাদের রাজ্য থেকে বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গিদের পুরোপুরি নির্মূল করে দিতে সফল হয়েছি। এর কারণ, এখনও আমাদের রাজ্যে রয়েছে কিছু গোপন আস্তানা। মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর চাপের কারণে এসব বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গিরা অস্থায়ীভাবে তাদের আস্তানা সরিয়ে নেয়। নিরাপত্তা রক্ষীরা সরে গেলে তারা আবার ফিরে যায় আগের অবস্থানে। এই লুকানো ও তাদেরকে ধরার চেষ্টা চলছেই। এ বিষয়টিতে আমরা অবগত। তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড এখন সারা বিশ্বে বাড়ছে। তারা অনেক জাতিকে টার্গেটে পরিণত করেছে। এর সর্বশেষটা দেখা গেছে প্যারিসে। এখন এই গোষ্ঠী সারা ভারতে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। আমাদের রাজ্যে এ তৎপরতায় জড়িত কিছু যুবক, যাদেরকে সন্ত্রাসের ভুলপথে পরিচালিত করা হয়েছে। এ বিষয়ে আমাদের নজরদারি করতে হবে। একই সময়ে আমরা জানি যে, এই সন্ত্রাসী গ্রুপগুলো শান্তি, উন্নয়ন ও এ রাজ্যের ঐক্য নষ্ট করতে পারবে না। এ জন্য নিরাপত্তা রক্ষাকারীদের আরও সজাগ হতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |