কসবা ব্রাহ্মণবাড়িয়া : | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 664 বার
গত মঙ্গলবার ১৫ নভেম্বর বিকেলে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবান্ন উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে; বর্ণাঢ্য শোভাযাত্রা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে পিঠা খাওয়া শেষে উপজেলা পরিষোদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিছুল হক ভুইয়া। বিশেষ অতিধি ছিলেন: কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-আহ্ববায়ক এম, জি হাক্কানী ও আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার মো: আলমগীর হোসেন, বায়েক ইউপি চেয়ারম্যান মো: আল মামুন ভুইয়া, খাড়েরা ইউপি চেয়ারম্যান মো: হেলাল উদ্দিন ভুইয়া, উপজেলা কৃষি অফিসার মো: কবির হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাফর আহাম্মেদ, উপজেলা সমবায় অফিসার ফারুক সুলতান ও কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা।
অনুষ্ঠানে কৃষকগন তাদের উৎপাদিত ধান মাড়াই, মোরগ লড়াই ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন: সায়মা আক্তার, কাজী নাফিসা জাহান জুই, লামীয়া আক্তার, রেদোয়ান আহাম্মেদ, আশরাফ হোসেন, জাফরিন সুলতানা, রুফাত জাহান, আখি আক্তর, ছবি আক্তার ও লীমা আক্তার। নৃত্য পরিবেশন করেন: তাশরীমা রুমাইয়া, সাইমা আক্তার, সাইফা আরেফীন, মনি আক্তার, তৃপ্তি ও তার দল, মনি আক্তার ও দলীয় নৃত্য পরিবেশন করেন সাবা ললিতকলা একাডেমীর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হাছিনুর রহমান তালুকদার ও কসবা পৌর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক লায়লা আক্তার লিপী । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী-অভিবাভক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |