| শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | পড়া হয়েছে 541 বার
কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২.10.2017) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি কালিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা গজারিয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫ জন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে বরে জানান তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |