প্রতিনিধি | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 988 বার
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের নিকট থেকে হারিয়ে যাওয়া ১ লাখ টাকা ফিরে পেলেন কুমিল¬ার মুরাদনগর উপজেলার প্রবীন ব্যক্তি মো. আবুল কাশেম। জানা যায়, গত বুধবার সকালে কসবা পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের জামাতা কুমিল¬ার মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মোঃ আবুল কাশেম অগ্রণী ব্যাংক কসবা শাখা থেকে ৪ লাখ উত্তোলন করে বাড়ি যাওয়ার পথে মেসার্স আল আমিন এন্টার প্রাইজের সামনে রাস্তায় ১ লাখ টাকার একটি বান্ডিল পড়ে যায়। সে বাড়িতে গিয়ে দেখতে পায় ১ লাখ টাকার একটি বান্ডিল হারিয়ে গেছে। ঘটনার কিছুক্ষণ পর পিছন দিক থেকে আসা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উৎপল কুমার শিব রাস্তায় পড়ে থাকা টাকার বান্ডিলটি পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট তা জমা দিয়ে সততার মহান দৃষ্টান্ত স্থাপন করেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার গত বুধবার সন্ধ্যায় কসবা এলাকায় টাকা পাওয়ার বিষয়টি মাইকিং করে প্রচার করেছেন। খবর পেয়ে টাকার মালিক মো. আবুল কাশেম প্রয়োজনীয় প্রমাণাদি দিয়ে হারিয়ে যাওয়া ১লাখ টাকা উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে বুঝে নিয়েছেন। টাকা হস্তান্তরের সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু আক্কাছ, কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আমজাদ হোসেন সরকার, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. জহিরুল হক খান, কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় জন মনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |