প্রতিনিধি | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 1009 বার
নেশার টাকার জন্য কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে মাকে জবাই করে হত্যা পর পালিয়ে আসা ছেলেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের মালিবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম জালাল মিয়া-(২৬)।
এর আগে গত মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের দরিয়াকান্দি গ্রামে নেশার টাকা না পেয়ে মা সমস্ত বানুকে- (৭০) জবাই করে হত্যা করে জালাল মিয়া। হত্যা ঘটনার পর থেকেই জালাল পলাতক ছিলেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোহাগপুর গ্রামের মালিবাড়িতে অভিযান চালিয়ে জালাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত জালালকে বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |