ডেস্ক ২৪ | রবিবার, ১৩ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 1251 বার
কেন্দ্রীয় বিএনপিতে বৃদ্ধি পেতে পারে ব্রাহ্মণবাড়িয়ার মুখ। এমন আভাস মিলেছে জেলার নেতাদের কাছ থেকে। বর্তমান কমিটিতে বেশ কয়েকটি পদে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নেতারা।তারা হচ্ছেন- ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক সৈয়দ একে একরামুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য কাজী মো. আনোয়ার হোসেন, এমএ খালেক, তকদীর হোসেন জসিম ও রফিক সিকদার। আগামী কমিটিতে এই নেতারা ছাড়াও যোগ হতে পারে আরও
নতুন মুখ। তাদের মধ্যে আলোচনায় আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।জেলা বিএনপি নেতারা বলছেন বর্তমানে যারা আছেন তারাতো থাকবেনই।তাদের মধ্যে কারো কারো পদোন্নতিও হতে পারে।এর বাইরে ব্রাহ্মণবাড়িয়ার আরও ২/১ জন নেতা নতুন যুক্ত হতে পারেন কেন্দ্রীয় কমিটিতে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন- আমরা চাই কেন্দ্রীয় কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার নেতারা আরও বেশি পদ পাক এবং ভালো অবস্থায় থাকুক। তবে এ বিষয়ে নীরব বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে থাকা ব্রাহ্মণবাড়িয়ার নেতারা। আগামী কমিটিতে পদ আকাঙ্ক্ষা বা পদোন্নতির চেষ্টা আছে কিনা এমন প্রশ্ন রেখেছিলাম প্রবাসী কল্যাণ সম্পাদক সৈয়দ একে একরামুজ্জামানের কাছে। তিনি বলেন- এ বিষয়ে আমি কোনো কিছুই বলতে পারছি না।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |