বাঞ্ছারামপুর প্রতিনিধি : | রবিবার, ০২ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 683 বার
বাঞ্ছারামপুর উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মধ্যে ৫০ বান্ডিল ঢেউটিন ও এক লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান এ বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা ও জলি আক্তার, তেজখালী ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার করে মোট ৫০ বান্ডিল ঢেউটিন ও এক লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান বলেন, “ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৬৩ পরিবারের জন্য দুই মেট্রিকটন চাল ও ৫০ বান্ডিল ঢেউটিন বরাদ্ধ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক স্যার। বিষয়টি আমাদের এমপি মহোদয় (ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম) সার্বক্ষণিক খোজখবর নিচ্ছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |