ডেস্ক ২৪ | শুক্রবার, ২০ মে ২০১৬ | পড়া হয়েছে 383 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি মো. মোস্তফা কামাল পাশাকে বদলি করা হয়েছে। তিনি জেলা পুলিশ লাইনে যোগ দিয়েছেন। অন্যদিকে বিজয়নগর থানার ওসি হিসেবে যোগ দিয়েছেন মো. আলী আরশাদ। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহরিয়ার আল-মামুন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গত মঙ্গলবারের এক আদেশে জনস্বার্থে বিজয়নগর থানার ওসি বদল হয়েছেন।’ পুলিশের একটি সূত্র জানায়, ৭ মে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দিন উপজেলার আইড়ল গ্রামে ভোট না দেওয়ার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে গত রবিবার রাতে নূরপুর গ্রামে নূর চৌধুরী নামের এক ব্যক্তি খুন হন। এ ছাড়া একাধিক ডাকাতি, হামলা-সংঘর্ষের ঘটনায় এলাকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। যে কারণে মো. মোস্তফা কামাল পাশাকে বিজয়নগর থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |