প্রেস বিজ্ঞপ্তি | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 204 বার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে গত সোমবার বিকাল ৪ ঘটিকায় পাওয়ার হাউজ রোড হইতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি কালিবাড়ী মোড় এসে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারোয়ার খোকন, এডঃ আনিসুর রহমান মঞ্জু, সিরাজুল ইসলাম, মোঃ আলী আজম, মনির হোসেন, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ প্রমুখ। আলহাজ্ব এ.বি.এম মমিনুল হক এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপি, তার অংঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারেক রহমান সহ জিয়া পরিবারে নাম নিশানা মুছে ফেলার জন্য বর্তমান স্বৈরাচারি ফ্যাসিস্ট সরকার যতই চেষ্টা করোক না কেন বাংলাদেশে জনগণের হৃদয় থেকে জিয়া পরিবারকে কখনোই মুছে ফেলা যাবে না।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |