স্টাফ রিপোর্টার: | বুধবার, ০১ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 444 বার
জেলা সদর হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোকতাদির চৌধুরী এম.পি পূর্ব মেড্ডায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান। পরে তিনি পাসপোর্ট অফিসের কার্যক্রম পর্যবেক্ষন করেন। পাসপোর্ট অফিসকে দালালমুক্ত দেখে অফিসকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি পাসপোর্ট করতে আসা লোকজন যাতে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে হয়রানীর শিকার না হন সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে তিনি জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে রোগী ও তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলেন। পরে তিনি হাসপাতালের চতুর্থ তলার কেবিনগুলো ঘুরে ঘুরে দেখেন। হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি হাসপাতালের রোগীদের জন্য দেওয়া খাবার পর্যবেক্ষন করেন। এসময় হাসপাতালের চিকিৎসক ও রোগীরা মোকতাদির চৌধুরী এম.পি’কে বলেন, রোগীদেরকে হাসপাতাল থেকে মানসম্মত ও সঠিক পরিমানে খাবার পরিবেশন করা হচ্ছে। এ সময় মোকতাদির চৌধুরী এম.পি খাবারের মান আরো ভালো করার উপদেশ দেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদেরকে বলেন, হাসপাতালের সার্বিক পরিবেশ দেখে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, হাসপাতালের সার্বিক নিরাপত্তার স্বার্থে দ্রুত হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন, আবাসিক চিকিৎসক রানা নুরুস শামস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিছার, সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফরহাদ হোসেন মাক্কি, সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদ মোমিন মিয়াসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |