স্টাফ রিপোর্টার : | সোমবার, ০৯ অক্টোবর ২০১৭ | পড়া হয়েছে 227 বার
আজ সোমবার (০৯.১০.২০১৭) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারী ও যাত্রী সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. শাহনূর আলম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনের সুপারিনটেন্ট খলিলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল হাসান তালুকদার, রেলওয়ে স্টেশনের আইসি সানাউল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, প্রেসক্লাবের পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারী রোধ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন। তিনি স্টেশন মাষ্টারসহ স্টেশনের সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীদের সততা নিষ্ঠার সাথে যাত্রী সেবার মানোন্নয়ন বৃদ্ধিতে কাজ করার আহবান জানান।
সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) বলেন, সকল অরাজকতাকে দূর করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের রেল যাত্রা নিরবিচ্ছিন্ন করতে হবে। যদি এ কাজে কেউ হয়রানী করতে চাই তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |