নিউজ ডেস্ক | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 349 বার
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মানে নাগরিক সম্মিলনী অনুষ্ঠান হয়েছে। স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গিতাঙ্গনে এ অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল অভিনন্দন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আমার চ্যানেল আই দর্শক ফোরাম এর সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই -এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম,পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ালীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, লায়ন্সের সাবেক জেলা গভর্ণর স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান,জেলা চেম্বারের সভাপতি আলহাজ্ব আজিজুলহক, আলাউদ্দিন সঙ্গিতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার প্রমুখ।
অনুষ্টানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা জেলা প্রশাসককে ফুলেল অভিনন্দন জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |