প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৫ মে ২০১৬ | পড়া হয়েছে 399 বার
সরাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো.মইনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাংলাদেশ সরকারের পক্ষে সরাইল উপজেলা সম্প্রসারণ অধিদপ্তর কৃষি পণ্য সংরক্ষণের জন্য ১৯৭৯ সালে বেড়তলা মৌজার ২৪৩৬ দাগে ১১ শতাংশ জমি স্থানীয় আবদুর রহমানের কাছ থেকে ক্রয় করেন। আশির দশকে জমির পাশ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক চালু হলে জমিটির গুরুত্ব ও মূল্য বেড়ে যায়। এর পর ২০০০ সালে স্থানীয় প্রভাবশালী একটি মহল ভূমিটি দখলে নিয়ে পাঁচটি আধা পাকা ভবন নির্মান করে ভাড়া দিয়ে আসছিল।
এক বছর আগে সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার আদালতে উচ্ছেদের মামলা দয়ের করেন। সকল আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে গতকাল বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |