প্রতিনিধি | সোমবার, ১৪ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 1025 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হানকে মনোনয়ন প্রত্যাহারের জন্য মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।গত রোববার সকাল ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান অপূর্ব ডোর এন্ড ফার্নিচারের ভেতর জিটিভির কার্যালয়ে এ ঘটনা ঘটে।এসময় দুটি মোটর সাইকেলে ৬ জন সন্ত্রাসী মুখোশ পড়ে এসে জিটিভির কার্যালয়ে ঢুকে দুটি অস্ত্র দুদিক থেকে ঠেকিয়ে বলা হয়,আজ রোববারের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।অন্যথায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হবে।খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারন ডায়েরী করেছেন সাংবাদিক জহির রায়হান।তিনি রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি প্রদানের জন্য বীরগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কবির আহমেদকে দায়ী করেন।তিনি বলেন,এর আগেও কবির এর ভাই টেলিফোনে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।আমি এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।সংবাদ সম্মেলনে উপস্থিত বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.হোসেন সরকারও বিদ্রোহী প্রার্থী কবিরের বিরুদ্ধে তাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |