প্রতিনিধি | মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 781 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবাসহ গিয়াস উদ্দিন (৩৫) নামে ইউনিয়ন পরিষদের এক মেম্বারকে আটক করেছে পুলিশ।
গত সোমবার ২৫ জুলাই রাত ১০টার দিকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের টানচারা গ্রাম থেকে তাকে আটক করে।
গিয়াস উদ্দিন লাউর ফতেহপুর ইউনিয়নের অাট নম্বর ওয়ার্ডের (বাড়িখোলা গ্রাম) মেম্বার।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহাম্মেদ জানান, টানচারা গ্রামের মাদক বিক্রেতা আপেল মাহমুদের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। তার শরীর তল্লাশি করে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। তবে তার সঙ্গে থাকা অন্য দুইজন পালিয়ে যায়।
তার নামে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, জানান (ওসি) মো.ইমতিয়াজ আহাম্মেদ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |