প্রতিনিধি | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 966 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জহিরুল হকের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।
এর আগে নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রে পেশা হিসেবে ‘অন্যান্য’ উল্লেখ করে এবং প্রাপ্ত অর্থ ও ব্যয়ের মধ্যে গরমিল আছে অভিযোগ এনে গত ৬ মার্চ যাচাই-বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে তিনি এর বিষয়ে আপীল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জহিরুল হক বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। পেশায় ‘অন্যান্য’ লেখাটা বড় ধরণের কোনো ভুল ছিলনা। বিধি অনুসারে তাঁর মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |