নাসিরনগর প্রতিনিধি | শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 287 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত (শুক্রবার ০৮ নভেম্বর ২০১৯) বিকেল ৪টায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের একটি ধানি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় একটি শার্ট দিয়ে পেঁচানো ছিল।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার বিকেল ৪টার দিকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজিদুর রহমান বলেন, ওই ব্যক্তির গলায় শার্ট পেচানো ছিলো। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ধান ক্ষেতে ফেলে গেছে। তিনি বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |