নবীনগর প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০১৭ | পড়া হয়েছে 214 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে ইউএনও লিয়াকত আলী পুলিশ পাঠিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন।
প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার দাঁতমণ্ডল গ্রামের বাসিন্দা ও দাঁতমণ্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসার এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। বর উপজেলার নুরপুর গ্রামের তকদির হোসেনের ছেলে রাশেদ মিয়া। বাল্যবিয়ের খবর পেয়ে বিয়ে বাড়িতে পুলিশ পাঠান ইউএনও। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়িতে থাকা স্বজন ও অতিথিরা সবাই পালিয়ে যান।
ইউএনও লিয়াকত আলী জানান, পুলিশের মাধ্যমে কনের বাড়ি থেকে কনে ও তার বাবাকে ইউএনও কার্যালয়ে ডেকে আনা হয়। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটির বিয়ে দেয়া হবে না বলে অঙ্গীকার নামায় তারা স্বাক্ষর করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |