নাসিরনগর প্রতিনিধি | শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 293 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
গত শুক্রবার সকালে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কাপড় ও খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা রিয়াজুল করিমের সভাপতিত্বে ও শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের সভাপতি মাজারুল পাঠান রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল-হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক কাজী মাওলানা আতাউর রহমান গিলমান, প্রধান শিক্ষক সৈয়দ শওকতুল ইসলাম, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, মাওলানা ইফতেখার হুসাইন, মোঃ আখতারুজ্জামান, শাহ্জাহান চকদার, এমদাদুল হক মাসুম ও মাওলানা জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন শাহরিয়ার মাহমুদ উজ্জ্বল, শফিকুল ইসলাম সোহাগ, উজ্জ্বল আহমেদ সজল প্রমুখ।
অনুষ্ঠানে ৩২ জন অসহায় মহিলা ও পুরুষকে শাড়ি-লুঙ্গী এবং ১০০ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |