| শনিবার, ০১ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 339 বার
নাসিরনগর উপজেলায় মাহমুদা আক্তার (২২) নামে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত শুক্রবার সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। যৌতুকের জন্য ওই গৃহবধূকে তার স্বামী ও পরিবারের লোকজন নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের লোকজনের। মৃত গৃহবধূ মাহমুদা উপজেলার কাহেতুরা গ্রামের নাসির মিয়ার স্ত্রী ও একই এলাকার কুন্ডা গ্রামের আক্তার মোল্লার মেয়ে। মৃতের বাবা আক্তার মোল্লার অভিযোগ, গত বৃহম্পতিবার দুপুরে মাহমুদার ওপর নির্যাতন চালায় স্বামী নাসির মিয়াসহ পরিবারের লোকজন। যন্ত্রণা সহ্য না করতে পেরে মাহমুদা সংজ্ঞা হরিয়ে ফেলেন। পরে মুখে বিষ ঢেলে বিষয়টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, পারিবারিক নির্যাতন সইতে না পেরে গৃহবধূ মাহমুদা বিষপান করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |