ষ্টাফ রিপোর্টার | সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 903 বার
নাসিরনগরে নিবার্চনী হাওয়া প্রচার-প্রচারণার মাত্রা এত বেড়ে গেছে,যে মনে হচ্ছে কোন উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।
নাসিরনগর উপজেলায় ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি (এরশাদ)ও স্বতন্ত্রসহ ৫৯ চেয়ারম্যান প্রার্থী,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা পদে ৭৪১ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে ভোটযুদ্ধে নেমে পড়েছেন। প্রার্থীরা উঠান বৈঠক, গণসংযোগ,সভা-সমাবেশে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
প্রার্থী ও তার লোকজন ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করছেন।বুকে বুক লাগিয়ে, হাতে হাত দিয়ে তারা ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন।প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লা-অলি-গলি, হাটে-বাজারে পোস্টার লাগানোর হিড়িক পড়ে গেছে।সুতো টাঙিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে হাজারো পোস্টার।দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করেছেন প্রচারণার কৌশল।নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে ৫৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৫ জন প্রার্থী ২৩ এপ্রিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |