ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 922 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাছির উদ্দিন রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ কনের্ল অবঃ গোলাম নূর, ইউপি চেয়ারম্যান গোলাম সামদানী পিয়ারু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ডাঃ রায়হানুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিযাকত আব্বাস টিপু, তথ্য সম্পাদক মোজাম্মেল হক জুরান, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আবদুল গাফ্ফার, খাজা মোল্লা, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফারুকুজ্জামান, সাবেক ছাত্রলীগ সভাপতি বশির আল হেলাল, আসাদুজ্জামান চৌধুরী, অরুন জ্যোতি ভট্টাচার্য প্রমূখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |