নাসিরনগর প্রতিনিধি | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 366 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছয় জুয়ারিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার তাদের প্রত্যেককে ৫শত টাকা জরিমানা করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন ওয়াজ আলী-(৬০), মোঃ মাসুম মিয়া-(৩৮), মোঃ ফাইজুল-(৩৬), অলিউর রহমান-(৪১), মিয়াজান-(৪৬), আবদুল হাই-(৪৫)। দণ্ডপ্রাপ্তদের বাড়ি উপজেলার বিভিন্ন স্থানে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে উপজেলার ফান্দাউক গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার পাশে ছামিয়ানা টানিয়ে জুয়া খেলার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তারকৃত ছয় জুয়াড়িকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তারের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা ও মুচলেকা নিয়ে মুক্তি দেন।
এ ব্যাপারে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |