নাসিরনগর প্রতিনিধি | সোমবার, ০৪ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 326 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গত (রোববার ০৩ নভেম্বর ২০১৯) জেল হত্যা দিবস পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, প্রচার সম্পাদক লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য,দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ, মোঃ রুবেল মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধুকে হত্যার পর চার নেতাকে হত্যা করে দেশে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা করা হয়। তারা এই বর্বরোচিত ও নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। পরে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |