নাসিরনগর প্রতিনিধি | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 340 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের একদিন পর মোঃ আবদুস সালাম-(৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০১৯) বিকেলে উপজেলার লঙ্গন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবদুস সালাম উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার ভোরে উপজেলার মেদির হাওরে জমিতে কাজ করতে বের হন সালাম। পরে লঙ্গন নদী সাঁতরে পার হয়ে মেদির হাওরে যাওয়ার সময় সালাম নদীতে ডুবে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা লঙ্গন নদীতে তার লাশ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ সালামের বাড়ি গিয়ে তার লাশ থানায় নিয়ে যান।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, পানিতে ডুবেই সালামের মৃত্যু হয়েছে। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |