অনলাইন ডেস্ক | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 271 বার
নাসিরনগরে পৃথক বজ্রপাতে আজিজ মিয়া (৪৫) ও দিপ্তি রাণী দাস (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা ও হরিণবেড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আজিজ মিয়া নরহা গ্রামের মৃত মনা মিয়ার ছেলে ও দিপ্তি রাণী দাস হরিণবেড় গ্রামের মৃত বুলন দাসের মেয়ে। স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বীন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে আজিজ বাড়ির পার্শ্ববর্তী আংরাইল বিলে ধানি জমি দেখতে যান। এসময় ঝড়ের সঙ্গে প্রচুর বজ্রপাত হলে ঘটনাস্থলেই আজিজের মৃত্যু হয়। একই সময় হরিণবেড় গ্রামের দিপ্তি রাণী দাস বাড়ির পাশে তিতাস নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মারা যান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |