নবীনগর ( ব্রাক্ষণবাড়িয়া)প্রতিনিধি ) : | মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 272 বার
নাসিরনগরে মন্দির থেকে মূর্তি চুরির ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সুমন (২২), তারিফ মিয়া (২৭), জমির মিয়া (৩০), মামুন মিয়া (৩৫), সরুক মিয়া (৪২) ও হাসান মিয়া (৩০)। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাধন কান্তি চৌধুরী গ্রেপ্ততারকৃতদের ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, গত ০৪ মার্চ শনিবার দিনগত মধ্যরাতে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির থেকে মূর্তি চুরির ঘটনায় ওই ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির থেকে কে বা কারা পাঁচটি পিতলের মূর্তি ও একটি প্রাচীন কালো পাথরের মূর্তি এবং মন্দিরের হারমোনিয়াম-করতাল সহ দানবাক্স থেকে দেড় হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত রবিবার মন্দিরের পুরোহিত গৌরাঙ্গ চন্দ্র সাহা বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |