নাসিরনগর প্রতিনিধি | সোমবার, ১০ জানুয়ারি ২০২২ | পড়া হয়েছে 181 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বাস্থ্য সম্মত উপায়ে শুঁটকি মাছ তৈরীর লক্ষ্যে শুঁটকি প্রক্রিয়াকরণে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার ১০ই জানুয়ারি, ২০২২ সকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে “টেকনিক্যাল এ্যাসিসটেন্স টু রিডিউস ফুড লস ইন দ্যা ক্যাপচার ফিসারিজ সাপ্লাই চেইন শীর্ষক প্রজেক্ট”এর আওতায় উপজেলা মৎস্য ভবন কাম ট্রেনিং সেন্টারের ২৫ জন শুঁটকি প্রক্রিয়াকরণে জড়িত মৎস্যজীবী ও উদ্যোক্তাদের মাঝে এই উপকরন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মৎস্য অফিসার তাজমহল বেগম।
উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রমনা মৎস্য ভবনের সহকারী পরিচালক (পরিকল্পনা শাখা) মাগফুর রহমান, সহকারী পরিচালক (ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ ও প্রযুক্তিসেবা প্রকল্প) খালেকুজ্জামান সরকার ।
অনুষ্ঠানে শুঁটকি প্রক্রিয়াকরণে জড়িত মৎস্যজীবী ও উদ্যোক্তাদের প্রত্যেককে ১টি করে আইসবক্স, ক্রেইট ও প্লাস্টিক ড্রাম বিতরণ করা হয়। এসময় মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |