বার্তা প্রেরক | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 469 বার
শহরের মধ্যপাড়ায় পলিকমল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও নারী নেত্রী নায়ার কবীর। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লায়লা মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক ফরিদা ইয়াছমিন, সাবেরা সুলতানা, রীনা সেন, মেহেরুন নেছা, সামছুন্নাহার পারভীন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নায়ার কবীর বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারীভাবেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলছে। তাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশুনা করে নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এই ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পরে স্থানীয় ইমাম বার্ষিক মিলাদ মাহফিলের দোয়া পরিচালনা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |