স্টাফ রিপোর্টার | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 189 বার
“পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও এই সেবা সপ্তাহ যথাযোগ্যভাবে উদযাপিত হচ্ছে। পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজাওয়ানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক শাহদাৎ হোসেন, সহকারী পরিচালক তারিক সালমান, জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, কমরেড নজরুল ইসলাম এবং অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান পাসপোর্ট অফিসে আসলে তাকে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরন করেন। উদ্বোধন শেষে তিনি পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, পাসপোর্ট নাগরিক অধিকার। আর এ অধিকার প্রাপ্তিতে কোন নাগরিক যেন পাসপোর্ট করতে এসে হয়রানীর শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নে জেলার সকল সরকারি-বেসরকারি অফিসে ডিজিটাল সেবা কার্যক্রম ত্বরান্বিত হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |