স্টাফ রিপোর্টার : | বুধবার, ০৫ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 201 বার
ব্রাহ্মনবাড়িয়ার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ পাশ এলাকায় বিকেল হলেই ভীর জমায় কিছু সংখ্যক বখাটে তরুন। টেংকের পাড় সংলগ্ন আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়। টেংকের পাড়, পার্ক ভিউ কমিউনিটি সেন্টার, সেবা ক্লিনিক, ন্যাশনাল হাসপাতালসহ বিভিন্ন স্থানে শহরের স্কুল পড়–য়া শিক্ষার্থী এবং উঠতি বয়সের বিভিন্ন মহল্লার বখাটেদের আনাগোনা বেড়ে যায়। অনেক বখাটে মোটর সাইকেল, সাইকেল নিয়ে ওই এলাকায় আসে। তারা বিভিন্ন স্পটে উপস্থিত হয়ে স্কুল ছুটির অপেক্ষা করতে থাকে। এসময় পুলিশের ২নং ফাঁড়ির সদস্যরা মোটর সাইকেল নিয়ে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতিতে বখাটেরা স্থান পরিবর্তন করে। চলে যায় অন্যত্র। পুলিশ টেংকের পাড় এলাকায় দিয়ে চলাচলকারী কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে ছেড়ে দেয়। ওই সময় অন্য স্থানে অবস্থানরত বখাটেরা পুলিশ এই কর্মকান্ড দেখে হাত তালি দেয়। এক সময় পুলিশ এই পাড়ে গেলে তারা অন্য পাড়ে অবস্থান মশকরা করতে থাকে। এভাবে পুলিশ ও বখাটেরা লুকোচুরি খেলতে থাকে। অবশেষে পুলিশ বাধ্য হয়ে টেংকের পাড় এলাকা ত্যাগ করে। পুনরায় বখাটেরা টেংকের পাড়ে অবস্থান নিয়ে স্কুল ছুটির পর বাড়ি ফেরা শিক্ষার্থীদের পেছন থেকে বিভিন্ন মন্তব্য করতে থাকে। অনেক মেয়ে চুপিসারে দ্রুত পায়ে ওই স্থান দিয়ে মূল সড়কে উঠে পড়ে। অনেক অভিভাবক তাদের সন্তাদের নিতে এসে হেনস্তার শিকার হন। অভিভাবকরাও চুপিসারে তাদের সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যান। অনেক সময় শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যায়। অনেক মেয়েকে ধাওয়া করে। ব্রাহ্মনবাড়িয়া শহরের আনন্দময়ী বালিকা বিদ্যালয়র এলাকার এ চিত্র শিক্ষার্থীদের অভিবাবকদের প্রতিদিন বিচলিত করে। তাদের দাবী সাদা পোশাকে পুলিশ বখাটেদের ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থার দাবী জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |