বিশেষ প্রতিনিধি | সোমবার, ০৯ অক্টোবর ২০১৭ | পড়া হয়েছে 169 বার
মাদারীপুর কারাগার থেকে আদালতে নেয়ার সময় পুলিশ ভ্যান থেকে চুরির মামলার আসামি শহিদুল হাওলাদার হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।
সোমবার (০৯.১০.২০১৭) সকালে মাদারীপুরের আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কর্তব্যরত ৮ পুলিশকে দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে।
আদালত পরিদর্শক রমেশচন্দ্র দাস জানান, সোমবার শহিদুল নামের এক আসামির জামিনের আবেদন শুনানির দিন ধার্য ছিল।
কারাগার থেকে আদালতে নেয়ার সময় আদালত চত্বরেই পুলিশ ভ্যান থেকে আসামি শহিদুল হাওলাদার হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।
মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, ঘটনায় কর্তব্যরত ৮ পুলিশকে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ লাইনসে ক্লোজড করে তাদের বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পলাতক হওয়ার কারণে আসামি শহিদুলের বিরুদ্ধে মামলা দায়েরসহ গ্রেফতারের চেষ্টা চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |