প্রতিনিধি | সোমবার, ০৪ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 370 বার
গত ৩ এপ্রিল রবিবার স্থানীয় বিভিন্ন দৈনিক এবং অনলাইন পত্রিকায় “ সরাইলে অবৈধ গ্যাস সংযোগ পুলিশের ধাওয়ায় পালিয়েছে ঠিকাদার আটক -১” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি উক্ত কাজের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার মেসার্স ঝুমুর এন্টারপ্রাইজ এর মালিক মোজাহিদুল ইসলাম সেলিম। গ্রাহকদের ভুল বুঝিয়ে এবং বেআইনি পন্থায় গ্যাস পাইপ লাইন সংযোগ দেয়া হচ্ছে না। বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী ও সরকারী আইন মেনে অনুমোদন নিয়ে স্বচ্ছতার মাধ্যমেই গ্যাস পাইপ লাইন সংযোগ দেয়া হচ্ছে। বড্ডা পাড়া এলাকায় আবাসিক গ্যাস সংযোগ এর যে কাজটি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে চলছে তা বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর ৩০ নং কার্যাদেশ এর মাধ্যমে সরকারী নিয়ম অনুযায়ী সম্পন্ন হচ্ছে। যে জায়গায় গ্যাস পাইপ লাইন সংযোগ দেয়া হয় সেটি নিয়ে সমস্যা ছিল। পরে তা সমাধান হলে কাজ শুরু করা হয়। এর পরও কিছু কুচক্রি মহল ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে হেয় করার জন্য হীন উদ্দেশ্যে সরাইলের পুলিশ প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে অবগত করে। পুলিশ ঘটনাস্থল থেকে কাওকে আটক করেনি। উচালিয়া পাড়া মোড় থেকে আটক করা গাড়িটি ও সরঞ্জামাদী পুলিশ বৈধ কার্যাদেশ এর প্রয়োজনীয় কাগজপত্র দেখে ছেড়ে দেয়। এতে গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। আমি এই বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |