স্টাফ রিপোর্টার : | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 402 বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। কেউ যাতে অন্ধকারে না থাকে সেজন্য আমরা কাজ করছি। ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে আশুগঞ্জে নির্মিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সাউথ) উদ্বোধনকালে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি গত বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি গোপালগঞ্জ, রংপুর, পার্বতীপুর, মেহেরপুরসহ সারাদেশের বেশ কিছু উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্স উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, অ্যাডঃ জিয়াউল হক মৃধা এম.পি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা পরিষদের প্রশাসক শফিকুল আলম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। প্রসঙ্গত, নতুন এ পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আগে থেকে থাকা ১০টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হচ্ছে। গ্যাসভিত্তিক এ প্ল্যান্টটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের ১৪ মার্চ। প্রায় তিন হাজার ৭৯২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্ল্যান্টটি ২০১৬ সালের ২২ জুলাই বাণিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদনে যায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |