প্রতিনিধি | মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 1042 বার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্ধ গলিত অজ্ঞাত যুবতীর(৩২) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত সোমবার বেলা তিনটার দিকে বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের পাশে উপজেলার জগন্নাথপুর গ্রামের মলিনা সিটির জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের পাশে জগন্নাথপুর গ্রামের মলিনা সিটির (আবদুল মতিনের জমিতে) একটি জমির বালুর গর্তে গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেয়। পরে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করে। লাশের গায়ে কালো রঙের বোরকা ছিল। লাশের ময়নাতদন্তের জন্য গতকালই ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশ কুমার দেব বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |