ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 1044 বার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা কদমতলী কান্দুশাহ্ মাজার সংলগ্ন মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে তিন ইউনিয়নের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, উপজেলার দরিয়াদৌলত, পাহাড়িয়াকান্দি ও সোনারামপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এমপি। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসু ইসলাম, বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি- সাহাদারা মান্নান, বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ মহি, মো. নূরুল ইসলাম, গোলাম মোস্তফা কামাল, খলিলুর রহমান টিপু মোল্লা, সায়েদুল ইসলাম ভুইয়া বকুল, তফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান ভুইয়া, মো. সিরাজুল ইসলাম সিরাজ, মো. সেলিম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |